ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে সমালোচিত আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে সমালোচিত আমির খান আমির খান ও এমিনি এরদোয়ান

দীর্ঘদিন ধরেই তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক বেশ মন্দ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর থেকে ভারতের সমালোচনায় তুরস্ক।

রোববার (১৬ আগস্ট) দুই দেশের সম্পর্কের অবনতির কঠিন এই সময়ে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন আমির খান। এরপর টুইটে আমিরের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর এ বিষয়টি ভালোভাবে নিতে পারছে না ভারতীয়রা। উল্টো দেশটির নাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির ও এমিনিভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় শুনতে হয়েছে তুরস্কের সমালোচনা। পাশাপাশি এ সময়ের মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের দেখা করার বিষয়টি ভালো চোখে দেখেননি ভারতীয়রা।

আমির-এমিনি’র মধ্যকার সাক্ষাতে কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এমিনি। এছাড়া তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। শুধু তাই নয়, আমিরের সিনেমাও যে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তাও বলতে ভোলেননি এমিনি।

এদিকে, আমিরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রায় ৭০ শতাংশের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। করোনার জন্য বাকি ৩০ শতাংশের কাজ বাকি ছিল। এ পরিস্থিতির মধ্যেই শুটিং করেছেন আমির। লকডাউনের কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হন তিনি।  

যদিও ভারতে এখনো শুটিং করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন আমির খান। তাই নিরাপদ দেশ ও বৈচিত্র্যময় লোকেশন দেখে উড়াল দিয়েছেন তুরস্কে। এখন বাকি অংশের শুটিং হবে সেখানেই।

অস্কারজয়ী হলিউড সিনেমা ফরেস্ট গাম্প’র রিমেক আমিরের ‘লাল সিং চাড্ডা’। এটি নির্মাণ করছেন অদ্বৈত চন্দন। সিনেমাটিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।