ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মৃত্যুর আগে দিশার সঙ্গে যে কথা হয়েছিল সুশান্তের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
মৃত্যুর আগে দিশার সঙ্গে যে কথা হয়েছিল সুশান্তের দিশা-সুশান্ত

গত ৮ জুন মালাডের বহুতল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। এর ৫ দিন পরই ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

 

প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, এই নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে নানান জিজ্ঞাসা।

অবশ্য দিশার পরিবার এবং বাবা-মায়ের দাবি, তাদের মেয়ের মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার কোনও সম্পর্ক নেই।  

আর বিষয়টি নিয়ে যখন গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে আসে দিশার সঙ্গে সুশান্তের কথপোকথনের বেশ কিছু অংশ। যেখানে হোয়াটস অ্যাপ চ্যাটের মাধ্যমে দিশার সঙ্গে কথা হয় সুশান্তের। এমনকি, খুব শিগগিরই তারা নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ শুরু করবেন বলেও ওই চ্যাটের মাধ্যমে প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।