ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রভাস প্রভাস

চলমান করোনাকালের লম্বা বিরতির পর নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘বাহুবলি’খ্যাত তারকা প্রভাস। নতুন এই সিনেমাটি নির্মিত হবে ‘আদিপুরুষ’ নামে।

টি-সিরিজের ব্যানারে এটি পরিচালনা করবেন ওম রাউত। প্রযোজনায় ভূষণ কুমার।

প্রথমে হিন্দি ও তেলেগু ভাষায় শুট হবে ‘আদিপুরুষ’র। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করার পর মুক্তি দেওয়া হবে। সিনেমার প্রেক্ষাপট ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ্যায়।

নতুন এ সিনেমা প্রসঙ্গে প্রভাস বলেন, এ সিনেমার প্রত্যেকটা চরিত্রই খুব চ্যালেঞ্জিং। আর এ ধরনের চরিত্রে কাজ করতে আমার ভালো লাগে। আমি আশাবাদি, আমাদের দেশের যুব সমাজ সিনেমাটি দারুণভাবে গ্রহণ করবে। ’

ওম রাউত বলেন, ভূষণদার প্রতি কৃতজ্ঞতা, কোনো শর্ত ছাড়াই তিনি আমার এই স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন।

এর আগে ভূষণ কুমারের সঙ্গে ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ সিনেমায় কাজ করেছেন প্রভাস। ‘আদিপুরুষ’ এই জুটির তৃতীয় সিনেমা। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালে শুরু হবে এর শুটিং আর ২০২২ সালে রয়েছে মুক্তির পরিকল্পনা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।