ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের জন্য একসঙ্গে গাইলেন কণা-শান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
নাটকের জন্য একসঙ্গে গাইলেন কণা-শান শান ও কণা

মহামারি করোনার শুরু থেকে পুরোপুরি ঘরবন্দি সময় পার করছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। দীর্ঘ পাঁচ মাস তিনি বাসা থেকে বের হননি।

 

এই সময়ে ঘরে থেকেই দু’একটি সচেতনতামূলক গানে কণ্ঠ দিয়েছেন। তবে এবার সব ভয়কে উপেক্ষা করে আবারো নতুন উদ্যমে কাজে ফিরলেন তিনি।  

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ভালোবাসার গান’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় এই গায়িকা। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শান। সুর-সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণার সঙ্গে কণ্ঠও দিয়েছেন শান।

কাজে ফেরা প্রসঙ্গে কণা বলেন, ১৮ আগস্ট দিনটি ছিল আমার জন্য অন্যরকম। বাসায় থেকে ক্লান্ত হয়ে গেছি। শুধু কাজে ফেরার অপেক্ষায় ছিলাম। দিন গুনেছি কখন কাজে ফিরতে পারবো! অবশেষে দীর্ঘ সময় পর কোনো স্টুডিওতে হাজির হয়ে গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।  

নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নাটকের গান। দারুণ রোমান্টিক কিছু কথা ও সুরে এটি করা হয়েছে। প্রথমবারের মতো শানের সঙ্গে নাটেকর জন্য গান করেছি। শান বলেন, করোনাকালীন সময়ে আমাদের শিল্পীদের সব ধরনের কাজ বন্ধ ছিলো। তবে এভাবে আর কত দিন থাকা যায়! তাই নতুন করে আবার কাজ শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।