ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

'নবাব এল.এল.বি' সিনেমায় গান করছেন তবীব মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
'নবাব এল.এল.বি' সিনেমায় গান করছেন তবীব মাহমুদ

গাল্লিবয় রানা মৃধাকে খুঁজে বের করে র‍্যাপার হিসেবে পরিচিত করে দিয়েছেন তবীব মাহমুদ। সামাজিক মাধ্যমের কল্যাণে তারা দুজন দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।

সমাজের নানা অসঙ্গতি নিয়ে তবীব-রানা জুটির র্যাপ গান বেশ প্রশংসিত।  

এবার তবীব মাহমুদ প্রথমবারের মতো গান করছেন বড় পর্দায়। অনন্য মামুন পরিচালিত 'নবাব এল.এল.বি' সিনেমায় থাকছে তার র‍্যাপ গান। এরই মধ্যে সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে অনন্য মামুন বাংলানিউজকে বলেন, বাংলাদেশে যাতে আর কোনো মা-বোন ধর্ষণে শিকার না হন-সে দাবি নিয়েই 'নবাব এল.এল.বি' সিনেমার গল্প এগিয়ে যাবে। আর সিনেমার টাইটেল গানটিও ধর্ষণ নিয়ে, যেটি করছেন তবীব। এরই মধ্যে গানটি লেখার কাজ শেষ হয়েছে। আমার বিশ্বাস ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই গানটি একটি বড় ভূমিকা রাখবে।

'আমি নবাব, ধর্ষিতা বোনেদের হাত...'- এমন কথার গানটির রেকর্ডিং খুব শিগগিরই সম্পন্ন হবে বলে জানান এই পরিচালক। পর্দায় গানটির সঙ্গে শাকিব খানকে ঠোঁট মেলাতে দেখা যাবে।

সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে আগামী ৩০ আগস্ট 'নবাব এল.এল.বি' সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে ঢাকায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।