ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পাবে অনলাইনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পাবে অনলাইনে

করোনা ভাইরাস মহামারির কারণে সহসাই খুলছে না ভারতের প্রেক্ষাগৃহ। তাই প্রস্তুতকৃত সিনেমা মুক্তি দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন দেশটির নির্মাতারা।

বিকল্প পন্থা হিসেবে অনেক আলোচিত সিনেমা এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে অনলাইনে। মুক্তির ঘোষণা এসেছে আরো বেশকিছু সিনেমার।

এবার সেই পথেই হাটতে যাচ্ছে নির্মাতা ডেভিড ধাওয়ান। তিনি ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাটি ডিজিটালি মুক্তি দিতে যাচ্ছেন। ২০২০ সালের অন্যতম বড় বাজেটের সিনেমা এটি।  
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এরই মধ্য ডেভিড ধাওয়ানকে বেশ কয়েকটি ওভার দ্য টপ (ওটিটি) তথা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এই নির্মাতা এখন সিদ্ধান্ত নেওয়ার একেবারে চূড়ান্ত পর্যায় আছেন। শিগগিরই জানা যাবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে রিমেকটি।  

১৯৯৫ সালের হিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’র প্রথম সিনেমাটির মতো রিমেকটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বাবার পরিচালনায় এটি বরুণের দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন সারা আলী খান।

চলতি বছরের ১ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।