ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এন্ড্রু কিশোরের চার গানের ম্যাশআপে সাহিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এন্ড্রু কিশোরের চার গানের ম্যাশআপে সাহিনা এন্ড্রু কিশোর ও সাহিনা

সদ্য প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারই গান কণ্ঠে তুলেছেন কণ্ঠশিল্পী ইতি সাহিনা। প্লেব্যাক সম্রাটের স্মরণে তার গাওয়া জনপ্রিয় ৪টি গানের ম্যাশআপ নিয়ে হাজির হয়েছেন তিনি।

গানগুলো হচ্ছে- ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তুমি আমার কত চেনা’, ‘কি জাদু করিলা’, ও ‘আমার বুকের মধ্যখানে’। এরই মধ্যে স্টুডিও ভার্সনে ম্যাপআপটি  প্রকাশ পেয়েছে সাহিনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন আঙ্গিকে এর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

এ প্রসঙ্গে ইতি সাহিনা বলেন, ‘এন্ড্রু কিশোরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি সবার শ্রদ্ধার গায়ক, বাংলা গানের চিরসবুজ শিল্পী। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার চারটি গান দিয়ে একটি ম্যাশআপ করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের এই আয়োজনটি ভালো লাগবে। ’

অন্যদিকে, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) সাহিনার কণ্ঠে প্রকাশ পায় কভার সং ‘বঙ্গবন্ধু ফিলে এলে’, যেটির মূল শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এর আগেও ইতি সাহিনার কণ্ঠে বেশ কিছু গান প্রকাশ পেয়েছে এবং শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।