ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অজয় দেবগণের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
অজয় দেবগণের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন

‘খাকী’ ও ‘সত্যগ্রহ’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগণ। দীর্ঘদিন পর আবারও সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন এ মহাতারকা।

 

‘মে ডে’ শিরোনামের একটি অ্যাকশন থ্রিলার নির্মাণ করবেন অজয় দেবগণ। সিনেমাটির মূল চরিত্রে তিনি তো অভিনয় করবেনই, পাশাপাশি এটি পরিচালনা করার গুরুদায়িত্বও পালন করবেন ‘সিংহম’খ্যাত এ অভিনেতা।  

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই প্রথম অজয় দেবগণ ‘বিগ বি’কে সেলুলয়েডে পরিচালনা করতে যাচ্ছেন। যখন তিনি নিজের পরিচালিত পরবর্তী সিনেমাটির চিত্রনাট্য রচনা করছিলেন, তখনই তিনি বিশেষ একটি চরিত্রে অমিতাভ বচ্চনের কথাই মাথায় রেখেছিলেন। তার ইচ্ছা ‘বিগ বি’ই বিশেষ চরিত্রটিতে অভিনয় করুন। ‘মে ডে’ বেশ চমকপ্রদ প্রেক্ষাপটে মানুষের গল্প বলবে। এর গল্প বিগ বি পছন্দ করেছেন। অজয়ের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে তিনি সম্মতিও জানিয়েছেন।  

সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত এখনও জানা না গেলেও এতটুকু জানা গেছে যে, অজয় দেবগণকে পাইলট হিসেবে দেখা যাবে। তবে বলিউডের ‘শাহেনশাহ’ কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। অন্যান্য চরিত্রগুলো এখনও চূড়ান্ত করা হচ্ছে।

আগামী মাসেই ‘মে ডে’র শুটিং শুরু হবে। সবকিছু আয়োজন দেখে ধারণা করা হচ্ছে অজয় দেবগণের ‘তানহাজি: দ্য আনসাং হিরো’র পর আরও একটি ব্লকবাস্টার সিনেমা নির্মাণ হতে চলেছে।  

বাংলাদেশসময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।