ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
আমিরের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ শাহরুখ খান ও আমির খান

প্রথমবার বলিউডের দুই সুপারস্টারকে দেখা যাবে একই সিনেমায়। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন আরেক সুপারস্টার শাহরুখ খান।

আরও চমকপ্রদ তথ্য হচ্ছে এই সিনেমায় শাহরুখের অংশটি পরিচালনা করেছেন আমির নিজেই।

আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ ২০১৮ সালের মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই নিজের সিনেমা নিয়ে এবার আমির খুবই সিরিয়াস। সেজন্য ভক্তদের নিরাস না করে, চমক দিতেই শাহরুখকে ‘লাল সিং চাড্ডা’ অতিথি চরিত্রে নেওয়া হয়েছে বলে খবর।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, বিশেষ অতিথি শিল্পী হিসেবে শাহরুখ অভিনয় করেছেন আমিরের পরিচালনায়। এর আগে কখনো তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। এবারই প্রথম বড় পর্দা একসঙ্গে ভাগ করে নিতে দেখা যাবে তাদের।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আইপিএল উপলক্ষে দুবাইতে ছিলেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে উড়ে গিয়েই ‘লাল সিং চাড্ডা’র শুটিং সেরেছেন শাহরুখ। ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা শুটিংয়ে কোনো রকম কমতি রাখেননি।

অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এখানে আমির খান সর্দারজির ভূমিকায় অভিনয় করছেন। আর তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান। লকডাউনের পর নতুন স্বাভাবিকে শুটিং শুরুর পর কারিনা অন্তঃসত্ত্বা অবস্থায়ও যোগ দেন আলোচিত এ সিনেমার শুটিংয়ে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।