ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব-সাবিলা জুটির ‘এক্সচেঞ্জ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
অপূর্ব-সাবিলা জুটির ‘এক্সচেঞ্জ’ ‘এক্সচেঞ্জ’র দৃশ্যে অপূর্ব-সাবিলা

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এক্সচেঞ্জ’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

শুক্রবার (১৩ নভেম্বর) নাটকটি প্রচার হতে যাচ্ছে একটি বেসরকারি টেলিভিশনে।

‘এক্সচেঞ্জ’ নাটকের গল্পে দেখা যাবে, পাড়ার বখাটে ছেলে অপূর্ব। দলবল নিয়ে সারাদিন রাস্তায় থাকেন। মেয়েদের উত্যক্ত করেন। সাবিলা নূর সাধারণ মেয়ে। পাড়ায় নতুন এসেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় অপূর্ব তার পথ আটকে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সাবিলা সাড়া না দেওয়ায় হুমকি দেয় তাকে। অতিষ্ঠ করে ফেলে সাবিলার জীবন।  

তবে হঠাৎ এক রাতে পাল্টে যায় সবকিছু। সাবিলা তার বান্ধবীদের নিয়ে পাড়ায় মাস্তানি করছে, ছেলেদেরকে উত্যক্ত করছে। অপূর্ব’র বাসার সামনে এসে তাকে শিস দিয়ে ডাকাডাকি করে, তার সঙ্গে প্রেম করার প্রস্তাব দেয়। রাস্তায় পথ আটকে তার প্রেমে সাড়া না দিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়!

শুক্রবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে ‘এক্সচেঞ্জ’ প্রচার হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।