ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সজল-সারিকাকে নিয়ে দীপু হাজরার ‘গেম অফ লাইফ’ 

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
সজল-সারিকাকে নিয়ে দীপু হাজরার ‘গেম অফ লাইফ’  সারিকা-সজল

সম্প্রতি রাজধানীর ঢাকার আমিন বাজারের একটি এলাকায় আব্দুন নূর সজল ও সারিকা সাবরিনকে নিয়ে ‘গেম অফ লাইফ’ নামে একটি নাটক নির্মাণ করলেন পরিচালক দীপু হাজরা।  

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, আবির ও শৈলীর সংসার বেশ ভালোই চলছিলো। কোনো এক সকালে কুরিয়ারে শৈলীর নামে প্লাটিনামের একটি আংটি আসে। কিন্তু এই আংটি কে পাঠিয়েছেন, তার কোনো ঠিকানা দেওয়া ছিল না। আংটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করেন, এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছেন। অবশেষে আবির এক দিন শৈলির পুরনো প্রেমিককে অনেক মারধর করেন। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যান। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে এগিয়ে চলে ‘গেম অফ লাইফ’র গল্প।  

এ নাটক প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বাংলানিউজকে জানান, জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটির চিত্রধারণ সুন্দরভাবেই শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ।

খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলেও জানান নির্মাতা দীপু হাজরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমআরএ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।