ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দীর্ঘ নয় মাস পর মঞ্চে ফিরছে ‘নীলাখ্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
দীর্ঘ নয় মাস পর মঞ্চে ফিরছে ‘নীলাখ্যান’

দীর্ঘ নয় মাস পর আবারও মঞ্চে আসছে মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’। ১৩ নভেম্বর পরিক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত নাটকটির ৫৪তম মঞ্চায়ন হতে যাচ্ছে।

 

১৩ নভেম্বর ২০২০ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে এ প্রদর্শনী হবে। এ নাটকের ৫৩তম মঞ্চায়ন হয় ৯ ফেব্রুয়ারি মহিলা সমিতি মঞ্চে।

করোনা মহামারির মধ্যে ধীরে ধীরে সবকিছু সীমিতভাবে স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। যার ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ২৩ অক্টোবর ২০২০ থেকে থিয়েটার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র শুক্রবার ও শনিবার এবং সরকারী ছুটির দিনে নাট্য মঞ্চায়নের সাথে সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হল ও মহড়া কক্ষ ভাড়াও দলগুলোকে দেয়ার উদ্যোগ নিয়েছে। মহাকাল নাট্য সম্প্রদায়ও সকল স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শকের উপস্থিতিতে ১৩ নভেম্বর মঞ্চস্থ করবে নাটক ‘নীলাখ্যান’।

মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ পরিকল্পনা, সুর, সঙ্গীত ও আবহসঙ্গীত পরিকল্পনায় ড. ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোষাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোষ্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

অভিনয় শিল্পীরা হলেন- কোনাল আলী সাথী, পলি বিশ্বাস, শাহিনুর প্রীতি, সুরেলা নাজিম, নূর আক্তার মায়া, সম্রাট, পনির, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারকেশ্বর তারক, মো. আহাদ, রাসেল আহমেদ, ইকবাল চৌধুরী, স্বপ্নীল, তাজুল রনি, মনিরুল আলম কাজল, মো. শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।