ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শানের নতুন গানচিত্র ‘মেঘবালিকা’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
শানের নতুন গানচিত্র ‘মেঘবালিকা’ শান

নতুন মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন ‘কন্যা রে’খ্যাত গায়ক শান শাইক। তার নতুন এই গান-ভিডিওর শিরোনাম ‘মেঘবালিকা’।

গানটির সুর ও সংগীতায়োজন পরিচালনা করেছেন শান নিজেই। মিউজিক প্রোগ্রামিং, মিক্স মাস্টার করেছেন অমিত এবং ঈশান। গানটির চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরি। আর ভিডিওতে শানের সঙ্গে অভিনয় করেছেন রিয়া। গানটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

এ গান প্রসঙ্গে শান বলেন, ‘সবসময়ই চেষ্টা করি নিজেকে ভাঙতে। এই গানটিতেও সেরকম চেষ্টাই করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা আমাকে একেবারে অন্যরকমভাবে আবিষ্কার করবেন। ’

এদিকে আসছে নতুন বছরে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শানের একাধিক গান বের হবে বলে জানিয়েছেন শান। এর বাইরে শানের সুর ও সংগীত পরিচালনায় বেশ কিছু শিল্পীর গান তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।