ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে গায়ক নোবেলের ‘অভিনয়’

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
প্রকাশ্যে গায়ক নোবেলের ‘অভিনয়’ নোবেল

নোবেলের নতুন গান ‘অভিনয়’। গানটি প্রকাশ পেয়েছে।

তবে এ গানে নোবেল সমালোচনা নয়, পাচ্ছেন ব্যাপক প্রশংসা।

কী আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো জানে না, কী ব্যথায় পুড়ছি প্রতিদিন, বোঝে না কেউ তো বোঝে না- আহমেদ রিজভীর এমন কথায় নোবেল জন্য ‘অভিনয়’ শিরোনামে গানটি বানালেন আহমেদ হুমায়ূন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন করেছেন শাহরিয়ার পলক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে।

এ গান প্রসঙ্গে আহমেদ হুমায়ূন বলেন, ‘অনেক শ্রম ও সময় নিয়ে নোবেলকে চিন্তা করে গানটি তৈরি করেছি। নোবেলের জন্য একটা গান বানানো সময়সাপেক্ষ বিষয়। প্রতিটি শব্দের সুরে বিশ্লেষণ ছিল। এক ঘণ্টায় এক লাখ মানুষ এই গান দেখেছেন। এক সপ্তাহের ফলাফলে বুঝা যাবে আমাদের চেষ্টা কতটুকু সফল হবে। ’

সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘নোবেলকে তার জায়গায় ঠিক রেখে নতুনভাবে উপস্থাপন কররো। সে একজন সম্ভাবনাময় গায়ক। ভুলকে মার্জনা করে সঠিক নির্দেশনা দিলে সে অনেক দূর যেতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।