ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পরিচালনায় অভিষেক চিত্রনায়িকা রুহির

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
পরিচালনায় অভিষেক চিত্রনায়িকা রুহির রুহি

গানচিত্র পরিচালনার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি। সম্প্রতি প্রকাশ পেয়েছে গায়ক তারেক কাজলের ‘মাইয়া’ শিরোনামের গানচিত্র, যেটি নির্মাণ করলেন রুহি।

নায়িকার নিজস্ব প্রোডাকশন হাউজ ক্রিয়েটিভ আনলিমিটেডের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে ড্রিমস মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। গানচিত্রে মডেল হয়েছেন শাকিবা চৌধুরী ও ইমরান হোসেন।

প্রথমবার পরিচালনা সম্পর্কে রুহি বলেন, ‘ভিডিওতে আমার অভিনয় করার কথা ছিল। কিন্তু নির্মাণে পূর্ণ মনোযোগ দিতেই এ কাজটি আর করিনি। শাকিবা-ইমরান বেশ ভালো পারফরমেন্স করেছে এই গান-ভিডিওতে।

রুহি আরও বলেন, ‘গানের মতো নির্মাণও ভালো করার চেষ্টা করেছি। এটির প্রোডাকশন প্ল্যান থেকে শুরু করে শুটিং লোকেশন নির্বাচন, শুটিং, এডিটিং- সবকিছুই নিজ দায়িত্বে করেছি। প্রথম নির্মাণের অভিজ্ঞতা পরবর্তীতে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো। ’

এদিকে, চলমান করোনা মহামারি সময়ের কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়ে খুব শিগগিরই একটি টেলিফিল্ম নির্মাণের কথা জানালেন রুহি। বললেন, ‘সবার ভালোলাগার মতো একটি টেলিফিল্ম বানাবো। এতে আমি পরিচালনার পাশাপশি অভিনয়ও করবো। এছাড়া লন্ডন প্রবাসী অনেক শিল্পীই এতে অভিনয় করবেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।