ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার হৃদয়ের সঙ্গে গাইলেন লিজা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
প্রথমবার হৃদয়ের সঙ্গে গাইলেন লিজা লিজা ও হৃদয় খান

গানের শিরোনাম ‘ভাবনা’। গেয়েছেন দ্বৈতভাবে হৃদয় খান ও সানিয়া সুলতানা লিজা।

গাওয়ার পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত হৃদয়েরই করা। এটিই হৃদয় ও লিজার গাওয়া প্রথম দ্বৈতগান।

এ গান নিয়ে উচ্ছ্বসিত লিজা বলেন, ‘হৃদয় খানের কাজে তো সবসময়ই একটা ব্যাপার থাকে। ‘ভাবনা’ গানটিও চমৎকার। শ্রোতাদের ভালোলাগার মতোই একটি গান হয়েছে। এখন শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে। ’

লিজার পাশাপাশি সামাজিক মাধ্যমে গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হৃদয়-প্রত্যয় দুই ভাইও। আর হৃদয়ের এই গানে রয়েছে অনুজ প্রত্যয়ের সম্পৃক্ততাও। হ্যাঁ, হৃদয়ের নির্দেশনায় ইনডোরে তৈরি এই গানের ক্যামেরায় ছিলেন প্রত্যয় খান।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় হৃদয়-লিজার প্রথম গান ‘ভাবনা’।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।