ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রে ‘রিদম অফ বাংলাদেশ’র ভার্চ্যুয়াল কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
যুক্তরাষ্ট্রে ‘রিদম অফ বাংলাদেশ’র ভার্চ্যুয়াল কনসার্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টের একমাত্র বাংলাদেশি রক ব্যান্ড ‘রিদম অফ বাংলাদেশ’ একটি ভার্চুয়াল কনসার্ট অনুষ্ঠিত হলো। শনিবার (১৪ নভেম্বর) এ ভার্চুয়াল কনসার্ট নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।

 

‘রিদম অফ বাংলাদেশ’ আয়েজিত ‘লিগাতো গান-ই-অ্যাড্ডা পর্ব ২’ শিরোনামের কনসার্টটি অনলাইনে প্রচারিত হয়।

এদিন ব্যান্ডটি নগরবাউল জেমস, এলআরবি, আর্টসেল, অর্থহীন এবং মাইলসসহ বেশ কয়েকটি জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ডের কভার গান পরিবেশন করে।

ব্যান্ডদলটির প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আবির জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত রাজ্যের পাশাপাশি সুইডেন, ইতালি ও নিউজিল্যান্ডের প্রায় আড়াই হাজার দর্শক উপভোগ করেন।  

অনুষ্ঠান চলাকালীন আবির বলেন, আমি বাংলাদেশী রক ব্যান্ড মিডওয়েস্টে আরও জনপ্রিয় করে তুলতে এবং তার প্রচার করতে চাই, যাতে তরুণ প্রজন্ম রক সংগীতে অনুপ্রাণিত হতে পারে এবং আরও রক ব্যান্ড গঠন করতে পারে।

যুক্তরাষ্ট্রের মিশিগান এবং ওহিওতে ঢাকাভিত্তিক জনপ্রিয় ব্যান্ড মাইলসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ‘রিদম অফ বাংলাদেশ’ একটি ব্যান্ডদল হিসেবে যাত্রা শুরু করে। ব্যান্ডদলটির ভবিষ্যতে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানান আবির।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।