ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নাজিম মোহাম্মদ ও শিল্পী বিশ্বাসের দ্বৈতগান ‘পৃথিবীটা জানুক’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
নাজিম মোহাম্মদ ও শিল্পী বিশ্বাসের দ্বৈতগান ‘পৃথিবীটা জানুক’ শিল্পী বিশ্বাস ও নাজিম মোহাম্মদ

স্টুডিও ভার্সন ভিডিওতে প্রকাশ পেয়েছে নাজিম মোহাম্মদ ও শিল্পী বিশ্বাসের দ্বৈতগান ‘পৃথিবীটা জানুক’। এটি শ্রোতারা শুনতে পারবেন প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

দুইটা দেহে একটা পরাণ পৃথিবীটা জানুক/এক পরাণে তোমার-আমার বাকি জনক কাটুক- এমন কথার গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। কথা ও সুরে ওমর ফারুক বিশাল।

নতুন এ গান প্রসঙ্গে নাজিম মোহাম্মদ বলেন, ‘অসাধারণ একটি প্রেমের গান। অনেকেই গানটির প্রশংসার করছেন। তাই নিজের মধ্যে খুব ভালোলাগা কাজ করছে। এককথায় বলতে গেলে, আমি বেশ উচ্ছ্বসিত। ’

শিল্পী বিশ্বাস বলেন, ‘শ্রোতাদের ভালো লাগার মধ্যেই একটি গানের সার্থকতা। আমি চাই, শ্রোতারা গানটি শুনুক। আশা করছি, গানটি শুনে কেউ নিরাশ হবে না। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।