ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ছেলেকে ভারতে রাখতে চান না সনু নিগম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ছেলেকে ভারতে রাখতে চান না সনু নিগম ছেলের সঙ্গে সনু নিগম

ছেলে নিভানকে ভারতে রেখে মানুষ করতে অনাগ্রহী উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী সনু নিগম।

ভারতের বাইরে থেকেই যেন নিভান নিজের ক্যারিয়ার গড়ে- এমনই প্রত্যাশার সনুর।

তিনি বলেন, নিভান দুবাইয়ে বড় হচ্ছে। সেখানেই সে সবদিক দিয়ে ভালো আছে। জীবনে এগিয়ে যেতে যা যা করণীয়, নিভান এই বয়সে নিজেই তা করতে শুরু করে দিয়েছে। তবে আমি তার ইচ্ছের বিরুদ্ধে কখনও কিছু করতে চাই না।

সনু আরো বলেন, আমি কখনো চান না- নিভান বড় হয়ে গানকে নিজের ক্যারিয়ারের জন্য বেছে নিক। বিশেষ করে ভারতে থেকে নিভান গান গেয়ে নিজের ক্যারিয়ার তৈরি করুক।

সনুর কথায়, ছোট থেকেই নিভান ভালো গান গায়। ও মেধাবী ছাত্র। নিজের জীবনে কী করতে হবে, আর কী করতে হবে না, তা ভালো করেই বুঝতে শিখে গেছে নিভান। সে কারণেই তিনি কখনো ছেলের ওপর জোর প্রয়োগ করে নিজের ইচ্ছা পূরণের দাবি জানান না বলেও মন্তব্য করেন।  

যদিও নিভানকে কেন ভারতে না রেখে দুবাইয়ে বড় করতে চান সনু, সে বিষয়ে বলিউডের এই জনপ্রিয় গায়ক কোনো মন্তব্য করেননি। হিন্দির পাশাপাশি কন্নড়, বাঙালি, গুজরাটিসহ বিভিন্ন প্রদেশের ভাষায় গান গেয়েছেন সনু নিগম।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।