ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জীবনটা ধ্বংস করে দিল শ্রাবন্তী, ইঙ্গিতে বোঝালেন রোশন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
জীবনটা ধ্বংস করে দিল শ্রাবন্তী, ইঙ্গিতে বোঝালেন রোশন! স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তী

অনেকদিন ধরেই কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশনের দাম্পত্য সম্পর্কে চিড় ধরার খবর শোনা যাচ্ছে। তাঁদের বিবাহ বিচ্ছেদ নাকি শুধুই সময়ের অপেক্ষা।

তৃতীয় বিয়েও টিকছে না শ্রাবন্তীর।  

বিনোদন দুনিয়ায় যখন এমন নানান খবর ঘুরপাক খাচ্ছে, তখন সেই জল্পনার আগুনে বারবার ঘি ঢেলে দিচ্ছে শ্রাবন্তী ও রোশনের বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্ট। যদিও নিজেরা এ বিষয়ে সরাসরি কিছুই জানাননি।  

কখনও শ্রাবন্তী জানাচ্ছেন, তিনি নিজের নতুন জিম নিয়ে ব্যস্ত, তো কখনও স্বামী রোশন একাই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করছেন। সবমিলিয়ে নেটদুনিয়ার চর্চায় মিস্টার অ্যান্ড মিসেস সিংয়ের দাম্পত্য কলহ। এবার একটি পোস্টে যেন আরও স্পষ্ট হল দু’জনের মধ্যে সম্পর্কের তিক্ততা।

প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক। হাতে আংটি। তীব্রতর হয় প্রেমিকার হার্টবিট। এমন দৃশ্য পর্দায় বহুবার দেখা গেছে। সাধারণত এভাবে বিয়ের প্রস্তাবই দেন প্রেমিক। আর আপ্লুত কণ্ঠে প্রেমিকা উত্তর দেন, ‘হ্যাঁ, আমি রাজি। ’ কিন্তু অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিং নিজের পোস্টে সেই রোম্যান্টিক দৃশ্যকে রীতিমতো ‘ধ্বংসাত্মক’ করে তুললেন। ইঙ্গিতটা সহজেই অনুমেয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি কার্টুন পোস্ট করেন রোশন। যেখানে হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে প্রেমিক জিজ্ঞেস করছে, “আমার জীবনটা ধ্বংস করে দেবে?” প্রেমিকার উত্তর, ‘ওহ্ মাই গড! হ্যাঁ। ’ ক্যাপশনে যদিও রোশন উল্লেখ করে দিয়েছেন, নেহাতই মজার ছলে তাঁর এই পোস্টটি করা।  

কিন্তু বর্তমানে রোশনের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের যা রসায়ন, তাতে এই পোস্টে অন্য বার্তাই যেন খুঁজে পাচ্ছেন অনুসারীরা। একজন তো লিখেই দিয়েছেন, ‘চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে। ’ 

অনুরাগীদের মনেও প্রশ্ন, তবে কি রোশন বলতে চাইছেন, শ্রাবন্তীই তাঁর জীবনটা শেষ করে দিলেন?

জল্পনা আরও উসকে গিয়েছে এরপরই শ্রাবন্তীর করা একটি পোস্টে। একটি ছবিতে লেখা একটি কোটেশন। ‘একজন নারী সাময়িকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু সত্যিকারের এক মহিলা ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে জানে। ’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti singh (@srabanti.smile)

রোশনের পোস্টের জবাবেই কি এই লেখাটি পোস্ট করলেন শ্রাবন্তী? সম্পর্ক ভাঙনের জন্য রোশন তাঁকে দায়ী করলেই যে তিনি ভেঙে পড়বেন না, সে কথাই সম্ভবত স্পষ্ট করে দিতে চাইলেন তিনি। দু’জনই এ বিষয়ে মুখে কুলুপ আটকে থাকলেও এই সব পোস্টই যে নিঃশব্দে রোশন-শ্রাবন্তীর সম্পর্কের শেষ অধ্যায় লিখতে শুরু করে দিয়েছে - এমনটাই মনে করছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।