ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয়বার মা হচ্ছেন ডিপজলের মেয়ে ওলিজা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
দ্বিতীয়বার মা হচ্ছেন ডিপজলের মেয়ে ওলিজা দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন ডিপজলের মেয়ে ওলিজা

ফের মা হতে যাচ্ছেন নন্দিত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন ওলিজা নিজেই।

সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে ‘বেবি শাওয়ার’ বা ‘সাধ’ অনুষ্ঠান পালন করা হয়। ওই আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ওলিজা। ক্যাপশনে লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ’

২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি।
 
মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপসহ সবধরনের মেকআপে পারদর্শী ওলিজা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।