ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রশংসিত হচ্ছে নিশো-মেহজাবীন অভিনীত নাটক ‘সানগ্লাস’ 

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
প্রশংসিত হচ্ছে নিশো-মেহজাবীন অভিনীত নাটক ‘সানগ্লাস’  প্রশংসিত হচ্ছে নাটক ‘সানগ্লাস’ 

সময়ের ব্যস্ততম তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সবধরনের নাটকে কাজ করলেও রোমান্টিক তারকা জুটি হিসেবে দর্শকমহলে তাদের পরিচিতি ব্যাপক।

তাদের নাটক মানেই যেনো প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ! বিস্ময়ের বিষয় হলো, এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই!  এমনটাই জানালেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। বললেন, ‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’ও নেই। আছে ভরপুর কমেডি!’

মাসুদ উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, এই নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। অমি বলেন, ‘দু’দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ থাকাকালীন এই নাটকটি শুটিং হয়েছে। কাজের প্রতি তার আন্তরিকতা আমার ইউনিটের সবাইকে মুগ্ধ করেছে। ’ 

নাটকের গল্পে দেখা যাবে, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলে ‘সানগ্লাস’। মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউর মাইলফলক, যা এই সময়ে আলোচিত ঘটনা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।