ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাকিবের পাশে দাঁড়িয়ে মৌলবাদীদের যে প্রশ্ন ছুড়ে দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
সাকিবের পাশে দাঁড়িয়ে মৌলবাদীদের যে প্রশ্ন ছুড়ে দিলেন কঙ্গনা সাকিব ও কঙ্গনা

সাকিব আল হাসানের কলকাতা কালীপূজায় যাওয়াকে কেন্দ্র করে তাকে ফেসবুক লাইভে খুনের হুমকি দেন সিলেটের এক ব্যক্তি।

এরই মধ্যে ওই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

আর এ ঘটনা জানার পর চুপ থাকতে পারেননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। বিস্ফোরক এক টুইট করেছেন তিনি।

টুইট পোস্টে অভিনেত্রী লেখেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে...’

কঙ্গনা টুইটে আরও লেখেন, ‘তাদের কাছে এর জবাব নেই। তারা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনো ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।