ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আইসোলেশনে সালমান খান, বাড়িতে করোনার হানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আইসোলেশনে সালমান খান, বাড়িতে করোনার হানা সালমান খান

করোনা ভাইরাস হানা দিয়েছে বলিউড সুপাস্টার সালমান খানের বাড়িতে। তাঁর গাড়ির চালকসহ বাড়ির আরও দুই কর্মচারী সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন।

 

ভাইজানের অগণিত ভক্ত স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় আছেন তাদের প্রিয় অভিনেতার স্বাস্থ্য নিয়ে। তবে সুখবর হলো, সালমানের করোনা সংক্রমণ ঘটেনি। আপাতত সুস্থই আছেন অভিনেতা। তবে যেহেতু তাঁর কাছের কয়েকজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন, তাই নিয়ম মেনে অভিনেতা ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ আটকানোর জন্য আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সালমানের বাড়িতে করোনায় আক্রান্ত কর্মচারীরা মুম্বাইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।