ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনা নেগেটিভ সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
করোনা নেগেটিভ সালমান খান সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের ড্রাইভার ও দুই গৃহকর্মী করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে ছিলেন ‘দাবাং’ তারকার পরিবারের প্রত্যেকে। তবে স্বস্তির খবর হলো, তাদের সবারই কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

 

গত সপ্তাহে সালমান খানের গাড়ির ড্রাইভার ও বাড়ির দুই পরিচারকের করোনা পজিটিভ আসে। এরপর উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। সংবাদমাধ্যমে খবর আসে, আইসোলেশনে আছেন সালমান খান ও তার পরিবারের সকল সদস্য। তাদের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়। টেস্টের ফলাফল হাতে আসে শনিবার (২০ নভেম্বর)। সালমানের পরিবারের সবারই করোনা নেগেটিভ এসেছে।

আরও পড়ুন: আইসোলেশনে সালমান খান, বাড়িতে করোনার হানা

অন্যদিকে, করোনায় আক্রান্ত ড্রাইভার ও গৃহকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’ নিয়ে ব্যস্ত থাকেন বলিউড সুপারস্টার। তার মধ্যেই হঠাৎ ছেদ ঘটালো করোনার আক্রমণ। শনিবার (২১ নভেম্বর) থেকে তিনি বিগ বসের শুটিং আবারও শুরু করবেন।  

সম্প্রতি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন ‘ভাইজান’।  প্রভুদেবা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ।  

আরও পড়ুন: চুপিচুপি ফিজিওথেরাপিস্টকে বিয়ে করলেন প্রভুদেবা

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।