ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ডিজনির ফ্যান্টাসি কমেডি ‘গডমাদারড’ ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
ডিজনির ফ্যান্টাসি কমেডি ‘গডমাদারড’ ট্রেলার প্রকাশ

ডিজনির আরেক রূপকথা ‘গডমাদারড’ ট্রেলার প্রকাশ পেয়েছে। আধুনিক প্রযুক্তির যুগে বাচ্চারা যখন আর পরীদের বিশ্বাস করে না, সেসময়ে সদ্যদীক্ষিত এক পরীর জীবনে বিড়ম্বনা আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা।

 

শ্যারন ম্যাগ্যুর পরিচালিত  সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিলিয়ান বেল। সঙ্গে আছেন ইসলা ফিশার।  

‘গডমাদারড’ সিনেমার প্লট কিছুটা গৎবাঁধা মনে হতে পারে। তবে এটা দর্শকের কাছে চমৎকার লাগবে বলেই ধারণা করা হচ্ছে। এর আগেও জিলিয়ান বেল ও ইসলা ফিশার কমেডিতে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় আবারও চমক দেখাবে।

ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত সিনেমাটি আসছে ৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।