ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গাঁটছড়া বাঁধছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
গাঁটছড়া বাঁধছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য

বিয়ে করছেন পর্দার 'খোকা'! সিনেমার পর্দায় নয়, বাস্তবেই এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।  

জানা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা।

আগামী ২৬ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে বলে খবর। যদিও অনির্বাণ নিজে বিয়ে নিয়ে মুখ খোলেননি।  

পাত্রী মধুরিমা গোস্বামী নিজেও নাটকের সঙ্গে যুক্ত। নাটকের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের আলাপ বলে জানা যায়। বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। একসঙ্গে নাটকের প্রযোজনার কাজও করেছেন। প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মধুরিমা পদ্মশ্রীখ্যাত মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে।

তবে মন্ত্রোচ্চারণ বা সাতপাক ঘুরে বিয়ে নয়, ২৬ নভেম্বর মধুরিমা-অনির্বাণ আইনি বিয়ে সারছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।