ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘ওম: দ্য ব্যাটল উইদিন’ ফার্স্টলুকে ‘অ্যাকশন হিরো’ আদিত্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
‘ওম: দ্য ব্যাটল উইদিন’ ফার্স্টলুকে ‘অ্যাকশন হিরো’ আদিত্য

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের আগামী সিনেমা ‘ওম: দ্য ব্যাটল উইদিন’র ফার্স্ট লুকেই চমক দেখালেন অভিনেতা। লড়ে যাওয়ার মানসিকতাকে জীবন্ত রাখার থিম নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

 

সশস্ত্র ‘যুদ্ধংদেহি’ লুকে দুর্ধর্ষ আদিত্য রায় কাপুরকে দর্শক এবার নতুনভাবেই পেতে যাচ্ছেন। অনেকেই বলছেন ঋত্বিক রোশনের সুপারহিট ‘ওয়ার’কে অনুসরণ করেই আদিত্য এরূপ অবতারে দেখা দিয়েছেন।  

‘ওম: দ্য ব্যাটল উইদিন’ সিনেমায় আদিত্যের সঙ্গে জুটি বেঁধেছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘী। বৃহস্পতিবারেই (৩ ডিসেম্বর) হলো প্রথম শ্যুট। আর সেই আপডেট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দু’জনেই।  

শুটিং সেটের একটি ছবি শেয়ার করে সঞ্জনা লেখেন, আমাদের সুন্দর একটি যাত্রা শুরু হলো। আমার আগামী অ্যাকশন-থ্রিলারের জন্য মুখিয়ে আছি।  

সিনেমাটি পরিচালনা করছেন কপিল বর্মা। আর যৌথভাবে প্রযোজনা করছেন আহমেদ খান, শাইরা খান ও জি স্টুডিওস।  

আদিত্য রায় কাপুর ইঙ্গিত দিয়েছেন, ২০২১ সালের গ্রীষ্মেই মুক্তি পেতে পারে সিনেমাটি।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।