ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে আসছে অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বিজয় দিবসে আসছে অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’ অপু বিশ্বাস

মুক্তিযুদ্ধের সময় অজপাড়াগাঁয়ের এক প্রেমের গল্প নিয়ে শাহরিয়ার নাজিম জয় নির্মাণ করেছেন ‘প্রিয় কমলা’। এতে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে।

বিজয় দিবস উপলক্ষে সিনেমাটির মুক্তি পেতে যাচ্ছে।

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এটি অপুর তৃতীয় সিনেমা। তিনি বলেন, এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।

সিনেমাটির গল্প প্রসঙ্গে জয় বলেন, যুদ্ধের সময় একেবারে অজপাড়াগাঁয়ের এক নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং সেই ভাষণের প্রভাব সেই গ্রামীণ জনপদের মানুষের ওপর পড়ে। সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে যুক্ত করিয়ে দেখানো হয়েছে।  

এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

আগামী ১৬ ডিসেম্বর ‘প্রিয় কমলা’ মুক্তি পাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং একই সঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।