ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আন্দোলনরত কৃষকদের জন্য ১ কোটি রুপি দিলেন দিলজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
আন্দোলনরত কৃষকদের জন্য ১ কোটি রুপি দিলেন দিলজিৎ কৃষক আন্দোলনে সামিল দিলজিৎ

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের এক কোটি টাকা দিয়েছেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। আন্দোলনকারী কৃষকদের জন্য গরম কাপড় ও কম্বলের ব্যবস্থা করতে তিনি এই পদক্ষেপ নেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দিলজিৎ এই দানের কথা কোথাও উল্লেখ করেননি। পাঞ্জাবি গায়ক সিংগা যদি সামাজিকমাধ্যমে পোস্ট না করতেন তাহলে দেশবাসী জানতেও পারত না এ কথা। দিলজিৎ চাননি, এ বিষয়টি নিয়ে কোনও আলোচনা বা চর্চা হোক।

সিংগা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষকদের গরম কাপড় কিনে দেওয়ার জন্য আপনি এক কোটি রুপি অনুদান দিয়েছেন। আর সে কথা কাউকে জানতেও দেননি। কোথাও পোস্টও করেননি। আজকাল তো মানুষ ১০ রুপি দিলেও বড় বড় করে প্রচার করে। ’

দিল্লি সীমান্তে কৃষকদের সঙ্গে যোগ দিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। রোববার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যায়, আন্দোলনে বসে রয়েছেন তিনি। পাশে রয়েছেন গায়ক বীর সিং। ক্যাপশনে লেখা, ‘ঈশ্বর সহায় হবেন’।  

মাইক তুলে নিয়ে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কুর্নিশ জানাই। ইতিহাস তৈরি করলেন আপনারা। আর সরকারের প্রতি আমার অনুরোধ, এই সমস্যার সমাধান না করে বিষয়টি থেকে চোখ সরিয়ে নেবেন না। কৃষকদের দাবি মানুন আপনারা। এখানে সবাই শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কোনও রক্তপাতের প্রশ্ন নেই। ’

দিন কয়েক আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন দিলজিৎ। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে কঙ্গনার দাগিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি দিলজিৎ। যদিও বলিউডের একাধিক তারকা দিলজিতের পাশে দাঁড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।