ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ভূস্বর্গ কাশ্মীরে মুফতি স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় সানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ভূস্বর্গ কাশ্মীরে মুফতি স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় সানা

ডিসেম্বরের শীতেই সানা খানের জীবনে প্রেমের বসন্ত! শহুরে ব্যস্ত কোলাহল থেকে দূরে স্বামী মুফতি আনাসের সঙ্গে হারিয়ে গেলেন তিনি। কিন্তু কোথায়? আপাতত তার গন্তব্য ভূস্বর্গ কাশ্মীর।

একসময়ের মডেল-অভিনেত্রী সানা খান সেখানে গিয়েছেন মধুচন্দ্রিমায়।

বিয়ের পর থেকেই উচ্ছ্বাস যেন সামলাতে পারছেন না সানা। সামাজিকমাধ্যমের আড়ালে বিয়ে সারলেও, তারপর থেকে যে কোনও বিশেষ মুহূর্তের আপডেট মেলে তার ইনস্টাগ্রামের দেওয়ালে। স্বামীর সঙ্গে লং ড্রাইভে যাওয়া থেকে শাশুড়ি মায়ের বিরিয়ানি রান্না করে খাওয়ানো, ছোট ছোট খুশির মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন সানা।

মধুচন্দ্রিমায় যাওয়ার আগেও তার অন্যথা হলো না। প্লেনে ওঠার ঠিক আগের মুহূর্তে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। তার পরেই প্লেনে উঠে আরেকটা সেলফি। তবে তারা কোথায় চলেছেন, সেই ব্যাপারে তখনও ধোঁয়াশা। উত্তর পাওয়া গেল কিছুক্ষণ পর। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে সানা জানান, কাশ্মীরে ঘুরতে গেছেন তারা।

ছুটি কাটাতে কাশ্মীর উড়ে গেলেন সানা এবং মুফতি আনাস। সানার মতোই তার স্বামীও সোশ্যাল মিডিয়ায় ‘পিডিএ গোলস’ দিতে পিছপা হচ্ছেন না। স্ত্রীর হাতে হাত রেখে, প্লেনের জানলা দিয়ে ঠিকরে আসা রোদ গায়ে মেখে রোম্যান্টিক একটি সেলফি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন আনাসও।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।