ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আপনি: জন্মদিনে শাশুড়িকে কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আপনি: জন্মদিনে শাশুড়িকে কারিনা শর্মিলা ঠাকুর ও কারিনা কাপুর

জন্মদিনের শুভেচ্ছায় শাশুড়িকে পৃথিবীর সবচেয়ে শক্তিশীলী নারী হিসেবে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন শর্মিলা ঠাকুরের পুত্রবধূ-সাইফ আলী খানের স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) শর্মিলার ঠাকুরের ৭৬তম জন্মদিন।

করোনা পরিস্থিতির কারণে বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই অন্যান্যবারের মতো উদযাপন করা সম্ভব হচ্ছে না। তবুও ইনস্টাগ্রামে সোহা আলী খান ও কারিনার বিশেষ শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শর্মিলা ঠাকুর।

শাশুড়ির পুরনো দিনের একটি ছবি ইনস্টায় শেয়ার করে কারিনা লেখেন, ‘জানি, পৃথিবীর অন্যতম সেরা বৃদ্ধিমান ও শক্তিশালী নারী আপনি। শুভ জন্মদিন প্রিয় আম্মা। ’

এদিকে শর্মিলাকন্যা সোহা আলী খান নিজের ইনস্টায় ২০১৩ সালের একটি ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমরা প্রতিবছরই একসঙ্গে থেকে তোমার জন্মদিন পালন করে থাকি। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে আলাদাভাবে উদযাপন করতে হলো। পরবর্তী সাক্ষাতে আমরা তোমার জন্মদিন উদযাপন করবো এবং সেটি খুব শিগগিরই। তোমাকে মিস করছি। ভালো থেকো আমাদের ভালোবাসায়। শুভ জন্মদিন আম্মা। শিগগিরই দেখা হবে..।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।