ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

এবার করোনা আক্রান্তের দলে কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এবার করোনা আক্রান্তের দলে কৃতি শ্যানন কৃতি শ্যানন

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি ভারতের চণ্ডিগড় থেকে ফেরেন কৃতি শ্যানন।

এরপরই অভিনেত্রীর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়।  

জানা গেছে, অভিনেতা রাজকুমার রাও’র সঙ্গে চণ্ডিগড়ে শুটিং করছিলেন কৃতি। সেখান থেকে ফেরার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন । যদিও এই অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি চণ্ডিগড় থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান, নীতু কাপুরও। জানা যায়, ‘যুগ যুগ জিও’র শুটিং থেকে ফেরার পর নীতু এবং বরুণ করোনায় আক্রান্ত হন। যদিও ওই সিনেমায় অন্য দু’জন অর্থাৎ অনিল কাপুর এবং কিয়ারা আদভানির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।  

এদিকে, কদিন আগে সানি দেওলও করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাই থেকে বর্তমানে হিমাচল প্রদেশে নিজের বাগান বাড়িতে রয়েছেন সানি দেওল। সেখানেই আপাতত তিনি নিভৃতাবাসে রয়েছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর, ০৮, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।