ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

গোবিন্দ-কারিশমার ‘হুসন হ্যায় সুহানা’য় নাচলেন বরুণ-সারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
গোবিন্দ-কারিশমার ‘হুসন হ্যায় সুহানা’য় নাচলেন বরুণ-সারা

১৯৯৫ সালের গোবিন্দ-কারিশমা জুটির ‘কুলি নম্বর ১’ সিনেমা বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। প্রায় দুই যুগ পর এই সিনেমার রিমেকে হাজির হতে যাচ্ছেন নতুন প্রজন্মের বরুণ ধাওয়ান ও সারা আলী খান।

‘কুলি নম্বর ১’র তুমুল জনপ্রিয় গান ‘হুসন হ্যায় সুহানা’। গানটির সঙ্গে গোবিন্দ-কারিশমার দুর্দান্ত পারফরমেন্স দর্শক অনেক পছন্দ করেন তখন। আজও এই গানের জনপ্রিয়তা কমেনি।

২৫ বছর পর নতুন ‘কুলি নম্বর ১’-এ গানটি রিমেকে করা হয়েছে। এবার নেচেছেন বরুণ ও সারা। বুধবার (০৯ ডিসেম্বর) গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করেছেন সারা ও বরুণ। কয়েক ঘণ্টার মধ্যেই গানটি প্রায় ২ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে।

‘হুসন হ্যায় সুহানা’র মূল গানে বড় আয়োজনে দলবল নিয়ে নাচতে দেখা গিয়েছিল গোবিন্দ ও কারিশমাকে। কিন্তু রিমেকে শুধুমাত্র বরুণ ও সারাকে রোমান্টিক আদলে উপস্থাপন করা হয়েছে।

বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘কুলি নম্বর ১’। এই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই গোবিন্দ-কারিশমা অভিনীত ‘কুলি নম্বর ১’র সঙ্গেও তুলনা টেনে আনা হয় বার বার। তবে সারা এবং বরুণ দু’জনেই তাদের সিনেমাকে ‘রিমেক’ বলতে নারাজ। তাদের দাবি, এই সিনেমার সঙ্গে পুরনোটির কোনও মিল পাওয়া যাবে না।

 

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।