ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে পরীমনি-সিয়াম

দুয়ারে কড়া নাড়ছে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তির দিনক্ষণ।

হ্যাঁ, শুক্রবার (১১ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পাচ্ছে পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমা।

দেশের ২৫টি প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীরা দেখতে পাচ্ছেন ‘বিশ্বসুন্দরী’।

জানা গেছে, ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মু্ক্তি পাচ্ছে পরী-সিয়াম জুটির এই সিনেমা। এই সিনেমাটির মাধ্যমেই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স ফের চালু হচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, নানা কারণে ‘বিশ্বসুন্দরী’ আমার কাছে বিশেষ। প্রথমত, এটি আমার প্রথম নির্মাণ। দ্বিতীয়ত, সিয়াম-পরী এই সিনেমার মাধ্যমেই জুটি হয়ে পর্দায় আসছেন।

এছাড়া আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন এই সিনেমায়। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন- আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্ত প্রমুখ।

সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।