ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

এক বিজ্ঞাপনে জেসিয়া-এভ্রিল-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এক বিজ্ঞাপনে জেসিয়া-এভ্রিল-প্রিয়াঙ্কা এক বিজ্ঞাপনে জেসিয়া-এভ্রিল-প্রিয়াঙ্কা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতার সময় থেকেই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে জেসিয়া ইসলাম, জান্নাতুল নাঈম এভ্রিল ও প্রিয়াংকা চৌধুরীর।  

এতোদিন তারা আলাদাভাবে মিডিয়ায় কাজ করলেও এবার এই তিন সুন্দরী এক ফ্রেমে কাজ করেছেন।

নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টের অনলাইন প্রমোশনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা।  

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মাহাবুব সুমন। একটানা তিনদিন রিসোর্টটিতে অবস্থান করে এর শুটিং করেছেন জেসিয়া, এভ্রিল ও প্রিয়াংকা। রিসোর্টটির কর্নধার মিনহাজুল রহমান রাজু ভুঁইয়ার পরিকল্পনায় নির্মিত বিজ্ঞাপনটি শিগিগিরই প্রচারে আসবে বলে জানা গেছে।  

এতে মডেল হওয়া প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘রিসোর্টের বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলাম। সবুজে শ্যামল পরিবেশে সজ্জিত রিসোর্টটি মুহূর্তেই মন ভালো করে দেয়। তাছাড়া দর্শনার্থীদের জন্য নানা দৃষ্টিনন্দন স্থাপনা ও বিনোদনের সুবিধা রয়েছে এতে। ’ 

এভ্রিল বলেন, ‘রাজধানী থেকে অল্প দুরত্বে সুন্দর এই স্থাপনাটি বিনোদন পিয়াসীদের জন্য আকর্ষনীয়। এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করতে পেরে ভালো লেগেছে। ’  

প্রিয়াংকা বলেন, ‘এই বিজ্ঞাপনের কাজ করতে এসে আমরা তিন জন রিসোর্টটির বিভিন্ন রাইড ও দৃষ্টিনন্দন স্তাপনাগুলো ঘুরে ঘুরে দেখেছি। সময় পেলে আবার সেখানে যেতে চাই। ’ 

করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য আগত অতিথিদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা দেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজু ভুঁইয়া। প্রসঙ্গত, সদ্য নির্মিত এই  বিজ্ঞাপনটি হেরিটেজ রিসোর্টের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।