ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

ফের প্রেক্ষাগৃহ বন্ধ হচ্ছে যুক্তরাজ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ফের প্রেক্ষাগৃহ বন্ধ হচ্ছে যুক্তরাজ্যে

এখন চলছে করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ। বাড়ছে এই মহামারির সংক্রমণ।

এই অবস্থায় যুক্তরাজ্যের বেশিরভাগ সিনেমা হল আবারও বন্ধ করা হচ্ছে।  
 
লন্ডনসহ দেশটির অনেক এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরগুলোকে ট্রায়ার-৩ এর আওতায় নিয়ে আসা হচ্ছে।

ইউকে সিনেমা অ্যাসোসিয়েশন (ইউকেসিএ) গণমাধ্যমকে জানিয়েছে,  বুধবার (১৬ ডিসেম্বর) থেকে লন্ডনের প্রায় ১০০টি সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে।  

ইউকেসিএ বলেছে, ‘আমরা সিনেমা হল নিয়ে এমন সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে মনে করি। জানি না কী কারণে আমাদের সঙ্গেই সবসময় এমন কঠোর আচরণ করা হয়। ’

চলতি মাসের শুরু থেকে লন্ডনের নিরাপত্তা ‘ট্রায়ার ২’র আওতায় ছিল। ফলে সিনেমা হল কিংবা অন্যান্য ব্যবসায় নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু যুক্তরাজ্য তাদের করোনার সংক্রমণ কমিয়ে আনতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। তাই সিনেমা হল বন্ধের এই সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।