ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

আত্মবিশ্বাসই আমার গডফাদার: পরীমনি

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
আত্মবিশ্বাসই আমার গডফাদার: পরীমনি পরীমনি

সম্প্রতি একমাত্র বাংলাদেশি হিসেবে ফোর্বসের ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। তাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।

 

এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে। মুক্তির প্রথম দিনেই দর্শকদের চাপ বেশি থাকায় বাড়াতে হয়েছে শো।

এদিকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে তানভীর তারেকের ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরীমণি। সেখানে নানা বিষয়ে পরীমনি কথা বলেন। উত্তর দেন সোজা সাপ্টা। এছাড়া সিনেমায় নিজের গডফাদার নিয়েও কথা বলেন।  

এক প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারও আছে। কেউ তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো..।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।