ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

রাবণ নিয়ে মন্তব্য করে মামলা খেলেন সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
রাবণ নিয়ে মন্তব্য করে মামলা খেলেন সাইফ সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিনেমায় আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ প্রসঙ্গে একটি মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক আইনজীবী।

সাইফের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে। তার সঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও মামলা হয়েছে।  

রাবণ ‘দয়ালু’ ছিলেন, আদিপুরুষের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন সাইফ। যার ফলে চরম বিতর্কের মুখে পড়েন তিনি।

এরপর একটি সাক্ষাৎকারে হাজির হয়ে ক্ষমা চেয়ে সাইফ আলী খান বলেন, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে এমন বক্তব্যের জন্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত দিতে চাননি এই অভিনেতা।  

রাম সব সময়ই তার জীবনের একজন আদর্শ মানুষ। ভালোর সঙ্গে খারাপের সংঘাতের বিষয়টিই আদিপুরুষ সিনেমায় তুলে ধরা হবে বলে জানান তিনি।  

কিন্তু আদিপুরুষ নিয়ে ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না সাইফ, তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।  আগামী ২৩ ডিসেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।