ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

দর্শক প্রশংসায় সাফা-জোভান অভিনীত নাটক ‘বেবি আপুর লাইভ’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
দর্শক প্রশংসায় সাফা-জোভান অভিনীত নাটক ‘বেবি আপুর লাইভ’ সাফা-জোভান

ইউটিউবে উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই ৫ লাখেরও বেশি দর্শক দেখেছে নাটক ‘বেবি আপুর লাইভ’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ জোভান ও সাফা কবির।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জি সিরিজের ড্রামা চ্যানেলে অবমুক্ত করা হয় নাটকটি। প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ‘বেবি আপুর লাইভ’। মাত্র দুই দিনে নাটকটি দেখেছে প্রায় সাড়ে ৭ লাখ দর্শক।

সমসাময়িক প্রেক্ষাপটে নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা জুলফিকার ইসলাম শিশির। প্রযোজনায় জি সিরিজ। এতে জোভান ও সাফার সঙ্গে আরো অভিনয় করেছেন- মুকিত জাকারিয়া, ফরহাদ মিলন, শরীফ, সাদিয়া জান্নাত, ড. মার্জিয়া ও শিমুন্তিনী প্রমুখ।

নাটকটিতে ব্যবহৃত হয়েছে সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত ‘দুঃখদল’ শিরোনামের গানটি। ওমর ফারুক বিশাল’র কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য মহান ফাহিম।

এ নাটকের চিত্রগ্রহণে ছিলেন মিঠু মনির। সম্পাদনা ও কালার কারেকশন করেছেন তানভির তাহসান। আবহ সংগীত করেছেন এস আই টুটুল।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।