ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

তাজমহল গিয়ে সম্রাট শাহজাহান হলেন অক্ষয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
তাজমহল গিয়ে সম্রাট শাহজাহান হলেন অক্ষয়! শাহজাহান বেশে অক্ষয় কুমার

শাহী পোশাক গায়ে মুঘল সম্রাট শাহজাহান বেশে সেজেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার! হাতে লাল গোলাপ ফুল নিয়ে তাজমলের সামনে নেচে বেড়াচ্ছেন তিনি। চড়েছেন রাজকীয় বাহনেও।

 

সম্প্রতি আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমার শুটিং করতে লখনৌ গিয়েছেন অক্ষয়। সেখানে গিয়ে তাজমলের সামনে শাহজাহান বেশে শুটিংয়ে অংশ নেন ‘খিলাড়ি’। তার সঙ্গে ছিলেন সিনেমার নায়িকা সারা আলী খান।

শুটিংয়ের সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অক্ষয় নিজেই। এতে অক্ষয়কে শাহজাহান সেজে নাচতে দেখা যাচ্ছে। তিনি ক্যাপশনে লেখেন, ‘ওয়াহ তাজ’।

এদিকে অক্ষয়ের একটি ছবি পোস্ট করে সারা আলী খান সামাজিক মাধ্যমে লেখেন, ‘শাহজাহান নয়, উনি হলেন মিস্টার কুমার!’
 
রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে ‘অতরঙ্গি রে’। এতে নায়িকা সারা আলী খান। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও রয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশ।  

চলতি বছরের মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে সিনেমাটির শুটিং পিছিয়ে সম্প্রতি শুরু হয়। ‘অতরঙ্গি রে’ আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।