ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

২০২০ সাল মাতানো তামিল সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
২০২০ সাল মাতানো তামিল সিনেমা

বিনোদন জগতে ২০২০ সাল একটি কালো অধ্যায়। মার্চ মাসে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় সিনেমা নির্মাণের কাজ, বারবার পিছিয়ে যায় মুক্তির দিনক্ষণ।

প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সুবাদে এবছরে বিকাশ লাভ করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আর সেখানেও সাফল্য পেয়েছে অনেক সিনেমা ও ওয়েবসিরিজ।  

তামিল সিনেমার বাঙালি দর্শকের সংখ্যা নেহাত কম নয়। তামিল-তেলুগু সিনেমার জনপ্রিয়তা বাংলাদেশেও অনেক। দেখে নেওয়া যাক ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার সিনেমাগুলোর মধ্যে আলোচিত কোনগুলো।

১। সুরারাই পোত্রু

২। কা পে রণসিংহম

৩। সাইকো

৪। সেথুম আয়িরাম পোন

৫। কবলথুরাই উনগল নানবন

৬। পাভা কাঢাইগল

৭। মুকুথি আম্মান

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।