ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর দীঘি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর দীঘি মায়ের কোলে ছোট্ট দীঘি ও বর্তমান সময়ে দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। ছোট্ট সেই দীঘি এখন সিনেমার নায়িকা।

ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে।

শুরুর দিকে মায়ের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দীঘি। কিন্তু ২০১১ সালে তার মা মারা যাওয়ার পর, কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান এই অভিনেত্রী। তবে প্রায় আট বছর পর চলতি বছর থেকে আবারও তিনি নিয়মিত কাজ করছেন আপন আঙিনায়।  

দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তার ৯ম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দীঘি।  

ফেসবুকে দীঘি লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাইকে অনুরোধ করছি আমার মায়ের জন্য দোয়া করুন।

১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। এতে তার স্বামী সুব্রত এবং মেয়ে দীঘিও অভিনয় করেন। প্রায় একশ’রও বেশি সিনেমায় দোয়েল অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।