ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রবাসীর অসহায় স্ত্রীর চরিত্রে অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
প্রবাসীর অসহায় স্ত্রীর চরিত্রে অপর্ণা ঘোষ টেলিফিল্মটির দৃশ্য

ডিসেম্বরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। মধুচন্দ্রিমা সেরে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি।

 

এদিকে, বুধবার (৩০ ডিসেম্বর) ছোট পর্দায় প্রচার পেতে যাচ্ছে অপর্ণা অভিনীত নতুন টেলিফিল্ম ‘প্রবাসীর বউ’। মানস পালের রচনায় গোলাম হাবিব লিটুর পরিচালনা এটি নির্মিত হয়েছে।  

এই টেলিফিল্মে প্রবাসীর অসহায় স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপর্ণা ঘোষকে।  

টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, নুরু জমিজমা গুছিয়ে ঋণ করে বিদেশে পাড়ি জমান। চোখে স্বপ্ন বিদেশে গিয়ে অল্প দিনেই অনেক টাকা আয় করবেন। এরপর সবার সব দেনা শোধ করে পরিবারকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন।  

বিদেশে গিয়েই প্রথম ধাক্কাটা খান তিনি। যাওয়ার আগে দালাল যে যে প্রতিশ্রুতি তাকে দেয় তার কোনটাই রক্ষা করে না। বিদেশে গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় তাকে। যা রোজগার করে তা দিয়ে নিজের চলাই কষ্টকর হয় তার। এমনই ঘটনার মধ্যে এগিয়ে যায় টেলিফিল্মটি।

‘প্রবাসীর বউ’-এ অপর্ণা ছাড়া আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জীবন রায়, রেজমীল সেতু, শফিক খান দিলু প্রমুখ।

বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।