ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনার মন্দা কাটিয়ে বড় পর্দা কাঁপাতে আসছে ‘ক্র্যাক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
করোনার মন্দা কাটিয়ে বড় পর্দা কাঁপাতে আসছে ‘ক্র্যাক’ সিনেমার দৃশ্যে অভিনেতা রবি তেজা

নতুন বছরের প্রথম দিনেই তেলুগু তারকা রবি তেজা নতুন সিনেমার ট্রেলার উপহার দিলেন। এক সাহসী পুলিশ অফিসার চরিত্রে ‘ক্রাক’ সিনেমায় দুর্দান্তভাবে ধরা দিয়েছেন রবি।

 

পরিচালক গোপীচাঁদ মালিনেনির সঙ্গে রবি তেজার তৃতীয় সিনেমা এটি। এর আগে ‘ডন সীনু’ এবং ‘বালুপু’ সিনেমায় এ জুটির কাজ দারুণভাবে গ্রহণ করেছিল দর্শক।  

গেল বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ক্র‌্যাক’। কিন্তু করোনা মহামারির কারণে সব পরিকল্পনাই ভণ্ডুল হয়ে যায়। এমনকি শোনা যাচ্ছিল সিনেমাটির প্রযোজকরা বড়পর্দায় মুক্তি না দিয়ে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে ছাড়বেন। তবে তেমনটা ঘটছে না বলেই নিশ্চিত। আগামী সংক্রান্তি উৎসবের সময় বড় পর্দাতেই মুক্তি পাবে সিনেমাটি।  

সিনেমাটিতে রবি তেজার সঙ্গে জুটি বেঁধেছেন শ্রুতি হাসান। গত ১০ মাস পর এই প্রথম বড় একটি তেলুগু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বোদ্ধারা মনে করছেন, সিনেপ্রেমীদের আবারও সিনেমা হলে ফিরিয়ে আনবে ‘ক্র্যাক’।  

দেখুন ‘ক্র্যাক’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।