ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

হলিউড পরিচালক জোয়ান মিকলিনের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
হলিউড পরিচালক জোয়ান মিকলিনের মৃত্যু জোয়ান মিকলিন সিলভার

হলিউডে নারী পরিচালকদের পথিকৃৎ জোয়ান মিকলিন সিলভার মারা গেছেন। ‘হেস্টার স্ট্রিট’ ও ‘ক্রসিং ডেলাঙ্কি’র মতো সিনেমার জন্য তিনি বিখ্যাত ছিলেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ৮৫ বছর বয়সে মারা যান হলিউডের এ বিখ্যাত নির্মাতা। হলিউডে নারী পরিচালক ও স্বাধীন নির্মাতাদের জন্য প্রশস্ত পথ নির্মাণ করেছিলেন তিনি।  

১৯৭৫ সালে ৪০ বছর বয়সে প্রথম ফিচার ফিল্ম ‘হেস্টার স্ট্রিট’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন মিকলিন। এই সিনেমায় কাজ করা ক্যারোল কেইন সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি বলেন, আমার জানা মাতে জোয়ান মিকলিন সিলভার ছিলেন সবচেয়ে সাহসী শিল্পীদের মধ্যে অন্যতম।

‘যখন চিত্রনির্মাতা হিসেবে নারীদের তেমন গুরুত্বের সঙ্গে নেওয়াই হতো না, তখনও তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি পারবেন,’ যোগ করেন তিনি।  

মিকলিনের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য আসে ১৯৮৮ সালের রোমান্টিক কমেডি ‘ক্রসি ডেলাঙ্কি’ সিনেমায়।

তার জন্ম ১৯৩৫ সালে ওমাহাতে। নিউইয়র্কের সারাহ লরেন্স কলেজে পড়াশুনা শেষে ১৯৫৬ সালেই বিয়ে করেন রাফায়েল সিলভারকে। মিকলিনের সিনেমা প্রযোজনাও করেছিলেন তার স্বামী রাফায়েল।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।