ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মমতা ব্যানার্জির দলে এবার রচনা ব্যানার্জি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
মমতা ব্যানার্জির দলে এবার রচনা ব্যানার্জি!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের ভিড় ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার মমতা ব্যানার্জির হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি।

 

জানা গেছে, ইতোমধ্যেই দলে যোগ নিয়ে রচনার সঙ্গে কথাবার্তা হয়েছে তৃণমূল কংগ্রেসের। এরপর থেকেই জোরালো জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে নাগাদ রচনা তৃণমূলে যোগ দেবেন, তা এখনো স্পষ্ট নয়।  

এরই মধ্যে মমতার দলে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখিয়েছেন।

উল্লেখ্য, শোবিজ দুনিয়ার আলোচিত মুখ রচনা ব্যানার্জি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, উড়িশ্যা, কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমাতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তার ‘দিদি নম্বর ওয়ান’ শো’টি দারুণ জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।