ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন। সামাজিকমাধ্যমে বেবি বাম্পের মিষ্টি একটি ছবি শেয়ার করে শ্রেয়ার সংসারে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নিজেই।

 

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া ঘোষাল। এতদিনে তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাদের অনাগত সন্তানের জন্য ভক্ত-শুভানুধ্যায়ীদের আশীর্বাদ চেয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন শ্রেয়া।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে নিজের ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘শিশু শ্রেয়াদিত্য আসছে। আপনাদের এই খুশির সংবাদ দিতে পেরে শিলাদিত্য ও আমি খুব উচ্ছ্বসিত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। ’

সম্প্রতি প্রকাশ পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন গান ‘অঙ্গণ মোরে’। প্রকাশের পর থেকেই এটি টপচার্টে শীর্ষে চলে আসে। এমনকি বিলবোর্ড টপচার্টেও দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছিল গানটি।  শ্রেয়া জানান, লকডাউনের হতাশার মধ্যে এই গানটির কাজ করেছিলেন তিনি। ইতোমধ্যে গানটি ১ কোটি ১১ লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।