ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের ঝলক নিয়ে আসছেন মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
ফের ঝলক নিয়ে আসছেন মৌ সাদিয়া ইসলাম মৌ

মডেল হিসেবে তিনি অনন্য। অভিনেত্রীর তালিকাতেও প্রথম সারিতে।

তার নাটক মানেই অন্যরকম কিছু। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও তিনি সমান জনপ্রিয়। আর নতুন প্রজন্মের মডেলদের কাছে আইডল।  

বিজ্ঞাপনের মধ্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসাদের মধ্যেও তিনি এক নম্বর। গুণী এই অভিনেত্রীর নাম সাদিয়া ইসলাম মৌ। মডেলিং আর অভিনয় ছাড়াও তিনি নৃত্যশিল্পী।  

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আবার তিনি নাটকে ফিরছেন। সম্প্রতি চার বছর পর অভিনেতা মিলনের বিপরীতে একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। ‘ঘোর’ শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। অসম প্রেমের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ হচ্ছে। নাটকটি নির্মাণ করছেন মিলন নিজেই। এই নাটকের মধ্য দিয়ে মৌ প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।  

এই নাটকে মৌ আলাদা এক ঝলক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন মিলন। তিনি জানান, কাজটি নিয়ে তিনি খুবই উৎসাহী। গল্পের সঙ্গে মিশে যাওয়ার জন্য তিনি চিত্রনাট্য নিয়ে ভেবেছেন অনেকদিন। কস্টিউম নিয়েও আমাকে পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।