ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিক্রির জন্য ১০০ বাঁধাকপি কিনলেন মাহি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
বিক্রির জন্য ১০০ বাঁধাকপি কিনলেন মাহি! মাহিয়া মাহি

একটি কিংবা দুইটি নয়, একসঙ্গে একশ’ বাঁধাকপি কিনে সবাইকে চমকে দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  

বুধবার (০৩ মার্চ) রাতে মাহি গাড়ি ভর্তি বাঁধাকপির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানান, ১০০ বাঁধাকপি কিনেছেন তিনি।

 

বৃহস্পতিবার (০৪ মার্চ) বাঁধাকপি নিয়ে আবার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে দলবল নিয়ে গাড়ি থেকে বাঁধাকপি নামাতে দেখা যাচ্ছে তাকে।  

ভিডিওতে মাহি বলেন, ‘আমি কতগুলো বাঁধাকপি কিনেছি। এখানে ১০০টা বাঁধাকপি আছে। আমার মন চেয়েছে তাই কিনে ফেলেছি। যখন ক্ষেত থেকে তুলছিল, তখন আমি বলি আমাকে ১০০টা দিয়ে যান। চিন্তা করেছি এগুলো বিক্রি করবো। প্রতি পিস ১০টাকা হলে বিক্রি করে দেব। ’

তবে ভিডিওর ক্যাপশনে মাহি লেখেন, ‘এই কেউ আবার এটা দেখে ট্রল শুরু করে দিয়েন না যে- মাহি এখন বাঁধাকপি ব্যবসায়ী!’

ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকার এমন পাগলী নতুন কিছু নয়। জন্মদিনে রাস্তার মাঝখানে বসে কেক কাটা, পান খাওয়ার ভিডিও করে তা প্রকাশ করাসহ তার নানা রকম কাণ্ড প্রায়ই দেখা যায়। অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে সবাইকে চমকে দিতেই যেন ভালোবাসেন ‘জান্নাত’খ্যাত এই তারকা।

 

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।